মানবতা আজ বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম নগরীর বিপ্লবী উদ্যানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারাই বিশ্ব মানবতার শত্রু। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। জাতিসংঘের নিশ্চুপ থাকা ইহুদিদেরকে আরও উৎসাহিত করছে। আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে। ইসরায়েলকে শাস্তির আওতায় আনতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ৪২ নম্বর নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল