চট্টগ্রামে নারী স্বাস্থ্য, বন্ধ্যাত্ব এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হল ‘পেশেন্ট এডুকেশন ও এনগেজমেন্ট’ শীর্ষক কনফারেন্স।
বুধবার রাতে নগরের একটি রেস্টুরেন্টে লিন নিসা ফার্টিলিটি ও হোয়াইট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কনফারেন্সে প্রায় ২০০ জন নারী রোগী ও তাঁদের পরিবার সরাসরি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গাইনোকোলজি, আইভিএফ, পুষ্টি, ফিটনেস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবায় এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি ও ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত গাইনি ও আইভিএফ বিশেষজ্ঞ ডা. রেশমা শারমিন, সুইজারল্যান্ড থেকে আগত আন্তর্জাতিক ডায়াবেটিস কাউন্সেলর ও ফিটনেস ট্রেইনার রেগিনা বোনাট, অভিজ্ঞ এমব্রায়োলজিস্ট, নিউট্রিশনিস্ট ও অন্যান্য খ্যাতিমান চিকিৎসকগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিন নিসা ফার্টিলিটির চেয়ারম্যান শফিকুল আলম, সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট আল নোমান, সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাফায়াত হোসেন।
বক্তারা বলেন, ফ্যামিলি মেডিকেল রেকর্ড সংরক্ষণ, সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসম্মত জীবনধারা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা- এসব অনুশীলনের মাধ্যমে একজন নারী সুস্থ, সচেতন ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে বন্ধ্যাত্বের আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশের মাটিতেই পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন