শারজাহতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম ছয় ওভারে আফগানিস্তানের তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে দিয়ে চাপ তৈরি করেছে জাকের আলীর দল।
রবিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে ৭ ওভার শেষে আফগানিস্তান ৩ উইকেটে ৪৫ রান করেছে। ক্রিজে আছেন দারভিশ রাসুলি ও সাদেকুল্লাহ আতাল।
ব্যাটিং শুরু করেই চাপে পড়ে আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র ৭ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে পরাস্ত হন গুরবাজ (১২), যাকে দারুণ এক ক্যাচে তালুবন্দি করেন শামীম হোসেন। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলও বেশিক্ষণ টিকতে পারেননি—১১ রানে বোল্ড হন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে।
সিরিজ ইতোমধ্যেই ২-০তে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাই বিশ্রামে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে। তার বদলে একাদশে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
অন্যদিকে আফগানিস্তানও দলে এনেছে একটি পরিবর্তন। লেগ স্পিনার নুর আহমেদের জায়গায় অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার বাশির আহমেদের।
বিডি প্রতিদিন/মুসা