চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ১৯টি এআই কোর্স বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এসব কোর্সের প্রতিটির মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে।
কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো-ডেভেলপার এবং প্রযুক্তি নিয়ে উৎসাহীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্সের অত্যাধুনিক জ্ঞান বিতরণ।
এই কোর্সগুলো পাঁচটি বিভাগে বিভক্ত, যেমন : জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং।
এনভিডিয়ার কোর্স পেতে বিনামূল্যে তাদের ডেভেলপার প্রোগ্রামে নিবন্ধন করতে হবে। এটি এআই শিক্ষায় আগ্রহীদের জন্য একটি বড় সুযোগ, যা প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
বিডি প্রতিদিন/এমআই