বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আগে চলেছে শুধু গুম, খুন ও হত্যার রাজনীতি। যেখানে ধর্ষণে সেঞ্চুরি করে তা আবার প্রচার করে বেড়ানো হতো। আমরা সেই জাহেলিয়াতের রাজনীতির পরিবর্তন চাই।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা উভয় জগতের সফলতা চাই। রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সর্বত্র কুরআন আর সুন্নাহ আঁকড়ে ধরলেই আমাদের সফলতা আসবে। ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আপনাদের সকল জ্ঞানের মূল উদ্দেশ্য হতে হবে মানুষের জন্য এবং কল্যাণের জন্য। আমাদের প্রচুর মানবসম্পদ ও খনিজ সম্পদ রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এগুলো নিয়ে ভাবার মতো নেতৃত্ব আমাদের দরকার।’
শাখা শিবিরের প্রচার সম্পাদক আলী আফসার হামজা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সভাপতি শোয়াইব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, শাখা সভাপতি মাহমুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী এবং অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মফিজুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু সিনা এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/জামশেদ