চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে এ নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার সমাজবিজ্ঞান অনুষদে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনেকেই প্রচার-প্রচারণার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।