খাগড়াছড়ির মহালছড়িতে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক দল, ধর্ম-বর্ণ ও সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, মহালছড়ি জোনের সেনা কর্মকর্তা, মহালছড়ি থানার ওসি মো. রফিকুল ইসলাম, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রক্ষাই পাহাড়ের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শর্ত উল্লেখ করে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই