মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সাধারণ ক্ষমায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিশিষ্ট ব্রিটিশ-মিসরীয় মানবাধিকারকর্মী আলা আবদেল ফাত্তাহ।
মঙ্গলবার তার পরিবার জানিয়েছে, কায়রো কারাগার থেকে ছাড়া পেয়েছেন আলা।
৪৩ বছর বয়সী আলা ২০১১ সালে মিসরে বিদ্রোহের অন্যতম ব্যক্তি। তিনি মিসর সরকারের কঠোর সমালোচক হিসেবেও পরিচিত। এক দশকেরও বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন।
আলা’র আইনজীবী এবং মিসরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার জানান, প্রেসিডেন্ট সিসি তার জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ওয়াদি আল-নাতরুন কারাগার থেকে ছাড়া পাবেন বলেও ওই সময় জানানো হয়।
মঙ্গলবার সকালেই আলা’র পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করে। তাতে দেখা যায়, আলা তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এসময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত দুই দশকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট সিসি’র সময়ে মিসরীয় প্রশাসন আলা’কে কারারুদ্ধ করে রাখে।
তিনি সর্বশেষ ২০১৯ সালে গ্রেফতার হন এবং ২০২১ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কারাগারে বন্দি নির্যাতনের ভুয়া নিউজ ছড়ানোর।
তার কারাদণ্ডের মেয়াদ ২০২৪ সালের সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা ছিল। তবে, রায়ের আগে তার আটক থাকার সময় বিবেচনায় নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ।
আলা’র মা সুইফ ছেলের মুক্তির দাবিতে ১০ মাস ধরে অনশন করেন এবং অসুস্থ হয়ে দু’বার হাসপাতালে ভর্তি হন। তিনি ঘোষণা দেন, ছেলের মুক্তির জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। অবশেষে প্রেসিডেন্টের ক্ষমায় মুক্তি মিলল আলা’র। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ