স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পাবলো গাভিকে আবারও যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে। হাঁটুর চোটে ভুগতে থাকা এই প্রতিভাবান খেলোয়াড়ের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনা গাভির সঠিক পুনর্বাসন সময়সূচি জানায়নি, তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
চলতি লা লিগা মৌসুমে গাভি খেলেছেন মাত্র দুটি ম্যাচ। আগস্টে এক অনুশীলন সেশনের সময় হাঁটুতে চোট পান তিনি, এরপর থেকেই মাঠের বাইরে।
গাভির এই চোট বার্সা সমর্থকদের জন্য নতুন আতঙ্কের নাম নয়। এর আগেও ডান হাঁটুর এনাটেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ছিঁড়ে দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সে সময় ২০২৩-২৪ মৌসুমের একটি বড় অংশই মিস করেন এই মিডফিল্ডার।
ফিট হয়ে ফেরার পর গত মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচ খেলেছেন গাভি, করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। তবে পরিসংখ্যানের বাইরে গাভির সবচেয়ে বড় অবদান ছিল মাঝমাঠে তার অক্লান্ত পারফরম্যান্স, যা বার্সার শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
গাভিকে সেপ্টেম্বরে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রেখেছিল স্পেন। তবে ইনজুরির কারণে তিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেই যোগ দিতে পারেননি। অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষেও মাঠে নামা অনিশ্চিত।
বার্সেলোনার জন্য চোট যেন নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাভির পাশাপাশি পেশির চোটে পড়েছেন আরেক স্প্যানিশ মিডফিল্ডার ফেরমিন লোপেস। গত রবিবার গেতাফের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে তিনি ইনজুরিতে পড়েন। তাকে কমপক্ষে তিন সপ্তাহ পাবে না বার্সেলোনা।
বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচ খেলবে বৃহস্পতিবার, রিয়াল ওভিয়েদোর মাঠে। লা লিগায় ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জাভির দল। শীর্ষে রয়েছে শতভাগ জয়ে থাকা রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/মুসা