দুবাইয়ের আল বারশা এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক দুপুর ২টা নাগাদ আল বারশা ১-এর একটি উঁচু ভবনে আগুন লাগে।
ভবনটি বিখ্যাত মল অফ দ্য এমিরেটস-এর পার্কিং লট থেকে সামান্য দূরে অবস্থিত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির উপরের দিকের একটি ফ্লোর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবাই সিভিল ডিফেন্সের একাধিক অগ্নিনির্বাপক দল।
স্থানীয় বাসিন্দা ফিলিপিনো প্রবাসী মীরা জানান, আমি দুপুরের খাবার খাচ্ছিলাম, তখনই বেশ কয়েকটি ফায়ার ট্রাঙ্কের শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি ভবনটির ওপরের দিকে আগুন জ্বলছে।
জানা গেছে, এই ভবনটির পাশেই গত ৩০শে ডিসেম্বর আরেকটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ঘনবসতিপূর্ণ এলাকায় পরপর এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল