ক্যাম্পাসের ভ্যানচালক, পরিচ্ছন্নতাকর্মী, শ্রমজীবী ও ফুটপাত দোকানদারীদের মাঝে দেড় শতাধিক গাছ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অভয়ারণ্য ও সেইভ ইয়্যুথ।
মঙ্গলবার বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে তারা এ আয়োজন করে। এসময় তারা আম, লেবু, কাঠালসহ বিভিন্ন ধরনের গাছ বিতরণ করে। তাছাড়া, আগামী নির্বাচনে কোনো ধরনের অবৈধ প্রলোভনের প্রভাবিত হয়ে ভোট না দেওয়ার জন্য লিফলেট বিতরণ করে তারা।
অভয়ারণ্যের সভাপতি নাইমুল ফারাবী বলেন, গাছ উপহার অনুষ্ঠান গত বছরও আমরা করেছিলাম, এবারও করছি। আমরা মূলত খেটে খাওয়া মানুষদের গাছ উপহার দিচ্ছি। তাছাড়া আমরা তাদের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বা নাগরিক সচেতনতা তৈরির জন্য সেইভ ইয়্যুথ ইবি চ্যাপ্টারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করছি। এটা এজন্য করা হচ্ছে যে, অনেক সময় আমরা বিভিন্ন প্রলোভন দ্বারা প্রভাবিত হয়ে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে ভোট দিই। এটা শ্রমজীবী মানুষদের দ্বারা বেশি হয়ে থাকে। তাই আমাদের এ উদ্যোগ।
তিনি আরও বলেন, আমরা শ্রমজীবী মানুষদের সাথে মিশে যেতে চাই, তাদের ভালোবাসা অর্জন করতে চাই। আর এই সম্পর্কটা আমরা যত্নের সহিত সৃষ্টি করতে চাই। তাই আমরা তাদের সবুজ গাছ উপহার দিচ্ছি এবং আজকের আমাদের এ প্রোগ্রামের নাম রেখেছি সবুজের যত্ন।
বিডি প্রতিদিন/এমআই