সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে যশোরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনো ধরনের ‘সাইবার গুজব’ ছড়াতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান।
তিনি বলেন, এ বছর জেলার ৯টি থানায় মোট ৭০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে উৎসব পালনে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম মোতায়েন করা হবে। প্রতিটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ১৭২টি মোটরসাইকেলে টহল দল প্রস্তুত থাকবে।
সব মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহিত করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয় করে রাতদিন নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো উৎসবের আগে মাদকের ব্যবহার ও চোরাচালান বেড়ে যায়। এজন্য বিজিবির সঙ্গে সমন্বয় করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”
বিডি প্রতিদিন/হিমেল