নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রহমতুল্লাহ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত Public Humanities জার্নালের স্পেশাল এডিটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।
ড. রহমতুল্লাহ ইতোমধ্যে চারটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত (স্কোপাস ইনডেক্সড) জার্নালের বিশেষ সংখ্যা সম্পাদনার দায়িত্ব পালন করছেন। তার গবেষণা প্রকাশিত হয়েছে Women’s Studies, Social Identities, African Identities, Australian Feminist Studies সহ নানা শীর্ষস্থানীয় জার্নালে। এখন পর্যন্ত তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২৫টির বেশি। গবেষণার প্রধান ক্ষেত্রগুলো হলো—ইকোফেমিনিজম, পোস্টকলোনিয়াল সাহিত্য, জেন্ডার স্টাডিজ, ট্রমা স্টাডিজ ও ডিজিটাল হিউম্যানিটিজ (ডিজিটাল প্রযুক্তির সাথে মানববিদ্যা বিষয়ক গবেষণা)।
সম্প্রতি Springer Nature থেকে তার গ্রন্থ Echoes of Laughter in the Anthropocene প্রকাশিত হয়েছে, যেখানে পরিবেশ-সাহিত্য ও ডার্ক কমেডির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। একই প্রকাশনা সংস্থার মাধ্যমে তার আরেকটি বই Ecowomanist Literary Praxis and the Politics of Sustainability in the African Diaspora প্রকাশের অপেক্ষায় রয়েছে।
শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে তিনি নর্দান ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এখানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী গবেষণা, প্রবন্ধ রচনা ও জার্নাল প্রকাশনার অভিজ্ঞতা অর্জন করছে। তার প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি পাঁচটি দেশের সঙ্গে যৌথ গবেষণা সহযোগিতা গড়ে তুলেছে। জানুয়ারি ২০২৬-এ ঢাকা ও অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন PlanetLangLit 2026। ড. রহমতুল্লাহ এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
২০২০ সালে তিনি Institute of Scholars (InSc) কর্তৃক Research Excellence Award লাভ করেন। এছাড়া তিনি একাধিক আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডে আছেন এবং নিয়মিত প্রবন্ধ পর্যালোচনার দায়িত্বও পালন করছেন।
নিজের অর্জন প্রসঙ্গে ড. রহমতুল্লাহ বলেন, এই সাফল্য শুধু আমার ব্যক্তিগত নয়; বাংলাদেশের তরুণ গবেষকদের জন্যও এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজ্জাম্মেল হক বলেন, এই সাফল্য প্রমাণ করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বৈশ্বিক একাডেমিক অঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করছে।