প্রথমবারের মতো ‘স্টুডেন্ট এইড সাস্ট’র উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে দুই দিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প। এতে সিলেটের স্বনামধন্য চিকিৎসকরা দেখানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান ভবনের নিচ তলায় সকাল ১০টায় শুরু হয় দুই দিনব্যাপী এই কর্মসূচি। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। ১৮ সেপ্টেম্বর ছেলেদের জন্য এবং আগামীকাল নারী শিক্ষার্থীদের জন্য ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
এতে মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, যৌন, এলার্জি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস ও বাত রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত রয়েছেন। এছাড়া, আগামীকাল নারী শিক্ষার্থীদের জন্য স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন, ডেন্টাল সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য ক্যাম্পে থাকছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড প্রেসার, সুগার (ডায়াবেটিস টেস্ট), বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন, নিউট্রিশনিস্ট, মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা এবং প্রাথমিক ওষুধ সরবরাহ।
স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছি যারা আর্থিক সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ হয় না। ক্যাম্পাসে প্রথমবারের মতো এ রকম একটা আয়োজনে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই মাঝেমাঝেই যেন এ রকম আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/কেএ