সিরাজগঞ্জে সেচ প্রকল্পে ব্যবহৃত দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আবদুল মান্নান জানান, রাতে ডিপ মেশিনের তদারকি করতে গিয়ে দেখেন সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটিতে সংযুক্ত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি নেই। এতে তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ৫০-৬০ জন কৃষকের জমিতে পানি দেওয়া আটকে গেছে।