সুন্দরবনের শরণখোলা রেঞ্জে কীটনাশক দিয়ে মাছ ধরার পৃথক ঘটনায় ৬ জনকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, কীটনাশক দিয়ে আহরণ করা মাছ, জাল, নৌকা ও ফিশিং ট্রলার। আটককৃতা হলেন- জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহদাত খান (৩২), আবুল খান (২৫) ও শহিদুল মিনা (৫০)। তাদের বাড়ী বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। শুক্রবার বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালায়। টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ৫ জেলেকে আটক করে।
জব্দ করা হয়েছে মাছ ধরার জাল। আটক জেলেরা হচ্ছে, জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫),শাহাদাত খান (৩২) ও আবুল খান (২৫)। অপরদিকে বৃহস্পতিবার রাতে শরণখোলা রেঞ্জের আন্ধারমানিক ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা টহলের সময় সুন্দরবনের মুর্তির খালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে একটি নৌকাসহ শহিদুল মিনা (৫০) নামে জেলেকে আটক করে। এসময়ে তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। নৌকা থেকে জব্দ করা হয় তিন বোতল কীটনাশক, কীটনাশক দিয়ে আহরণ করা দুই কেজি চিংড়ি মাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা। আটক এই ৬ জেরের বাড়ী বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। আটককৃতদের শুক্রবার বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম