জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা চেষ্টা মামলায় আবুল কালাম আজাদ নামে এক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলা আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবুল কালাম সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং রূপসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বাড়ি রূপসা গ্রামে। মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে রূপসা গ্রামের রাজু আহম্মেদের সঙ্গে আবুল কালামের বিরোধ চলছিল। এর জেরে গত ২ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে বাকবিতান্ডার এক পর্যায়ে আবুল কালাম হত্যার উদ্দেশ্যে ইদ্রিসকে মারধর করে এবং কুপিয়ে জখম করে। এ ঘটনায় কাজীপুর থানায় মামলা করা হয়। কাজিপুর থানার উপ-পরিদর্শক মাহমুদ হাসান জানান, মামলার ১নং আসামী আবুল কালাম আজাদ আদালতে জামিন আবেদন করে হাজিরা দেয়। পরে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।