গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) “প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা” ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই ফাইনালে চ্যাম্পিয়ন হয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রানারআপ হয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ২২টি দল অংশ নেয়। তিনদিন ব্যাপী এই বির্তক উৎসবের গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ট্যাব রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল। যেখানে ২২টি দলের মধ্যে থেকে প্রথম ৮টি দলকে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ করা হয়। পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে জয়ী ৪টি দল পৌঁছে যায় সেমিফাইনালে।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য, ট্রেজারার এবং শিক্ষকমন্ডলী। এছাড়াও গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সম্মানিত মডারেটর ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। একই সাথে বার্ষিক ম্যাগাজিন “সাম্য” এর মোড়ক উন্মোচন করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম