সিরাজগঞ্জে সেচ প্রকল্পে ব্যবহৃত দুইটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কৃষক আবদুল মান্নানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান জানান, রাতে ডিপ মেশিন দেখার জন্য বাড়ি থেকে বের হন। ডিপের কাছে গিয়ে দেখতে পান সেচ প্রকল্পে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটিতে সংযুক্ত তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুইটি ট্রান্সফরমার চোরে নিয়ে গেছে। এতে কৃষকের জমিতে পানি দিতে পারছেন না।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম