কুড়িগ্রামের রাজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ওষুধের মান, ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রিসহ নানা অভিযোগে পাঁচটি ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। ফার্মেসিগুলো হলো- মা মেডিসিন কর্নার, সিফা ফার্মেসি, শাহীন মেডিসিন কর্নার, আশা ফার্মেসি ও খন্দকার ফার্মেসি।