মাদারীপুরের শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় এক প্রতিবন্ধীকে স্বাবলম্বী হতে দোকানে বিভিন্ন পণ্য ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বসুন্ধরা শিবচর শাখার উদ্যোগে পৌরসভার নল গোড়া শারীরিক প্রতিবন্ধী মো. জামাল ফকিরকে এ উপহার তুলে দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।
এ সময় বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু, সহ-সভাপতি ইমতিয়াজ আহম্মেদ, সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস.এম . দেলোয়ার হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে জামাল ফকিরের সংসার। বেশ কয়েক বছর আগে হঠাৎ টাইফয়েড জ্বর আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। অভাবের কারণে চিকিৎসা করাতে না পরে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। এলাকায় একটি ছোট দোকান দিলেও, সেখানে বিক্রির মতোর কোনো পণ্য ছিল না।
তার অভাব অনটনের কথা শুনে এগিয়ে আসেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর। তার পক্ষ থেকে জামালকে নগদ অর্থ ও দোকানের জন্য প্রয়োজনীয় পণ্য উপহার দেন।
উপহার পেয়ে শুভসংঘ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামাল ফকির। তিনি বলেন, টাকার অভাবে মালামাল কিনতে না পারায় খালি দোকানে একা বসে থাকতাম। সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এ উপহার আমাকে নতুন করে সাহস যুগিয়েছে। বসুন্ধরা শুভসংঘ ও লাবলু ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
স্থানীয়র বাসিন্দা নাজমুল হোসেন বলেন, মানুষের সেবা করাই রাজনীতির মূল চালিকা শক্তি। মানবতার কল্যাণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাব। বসুন্ধরা শুভসংঘের সেবামূলক কাজে সর্বদা সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।
বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছিল জামালের। বসুন্ধরা শুভসংঘ উদ্যোগে লাবলু ভাইয়ের সহযোগিতায় তাকে স্বাবলম্বী করতে নগদ অর্থ ও তার নিজস্ব দোকানে কিছু পণ্য উপহার দেওয়া হয়েছে। আগামীতে এমন মানবিক কার্যক্রম আরও বাড়ানো হবে।
বিডি প্রতিদিন/কামাল