কুড়িগ্রামের রাজিবপুরে ভ্যান চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার (২৪ মার্চ) বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে উপজেলা ভ্যানস্ট্যান্ডে শতাধিক ভ্যান চালকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সকাল থেকেই রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘ বন্ধুরা চাল ডাল মাংস নিয়ে খিচুড়ি রান্না শুরু করেন। রান্না শেষ হলে নিজ হাতে প্যাকেজিং করে উৎসবমুখর পরিবেশে ভ্যানচালকদের ইফতার বিতরণ করেছেন।
উপজেলা সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শাখার সভাপতি আসিক মাহমুদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, সবুজবাগ দাখিল মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান (বিএসসি)।
ওসি আমিনুল ইসলাম বলেন, ভ্যান চালকরা জীবিকার তাগিদে রাত দিন রোদ বৃষ্টি অপেক্ষা করে এই পবিত্র রমজান মাসে জরুরি প্রয়োজনে মানুষদের আনা নেওয়া করে থাকে। সময়মতো ইফতার করতে পারেন না। তাই তারা যেখানে সেখানে কোনোমতে ইফতার সেরে নেন। আজ তাদের সম্মানে ইফতার বিতরণ করা নিশ্চয়ই মহতী কাজ। আমি সবসময় এই মহতি সামাজিক কাজের সঙ্গে রয়েছি। বেশি বেশি তরুণদেরকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর সাধারণ সম্পাদক শামিম আহমেদ, শুভসংঘের বন্ধু শাহাদাৎ হোসেন, মারুফ হোসেন, রাশিদুল, শাকিল, হৃদয়, রবিউল, রনি, রাজু, সিয়াম, শান্ত, বাবু নওশাদ আলি, শামিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন