বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার আমতলী উপজেলার ৩০ জন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১ টায় আমতলী পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওইসব নারীদের হাতে এগুলো তুলে দেয়া হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকুন্নুজ্জামান খান। এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কলের কণ্ঠের সিনিয়র সাব এডিটর জাকারিয়া জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার অফিসার্স ইনচার্জার (ওসি) আরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরু হক কাওসার, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমতলী উপজেলা শুভসংঘের উপদেষ্টা মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব মো. তুহিন মৃধা, বাংলাদেশ ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য মো. আব্দুল মালেক, সাংবাদিক মো. জাকির হোসেন, একেএম খায়রু বাশার বুলবুল প্রমুখ।
এ সময় বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী জেলা সমন্বয়ক সাইমুন রহমান এলিট, কালের কণ্ঠের প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদারসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা প্রতিনিধি জসীম পারভেজ, আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া ও আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক যথাক্রমে আতিকুর রহমান মিরাজ ও রিয়াজুল ইসলাম ইমন।
সেলাই মেশিন প্রাপ্তিতে উচ্ছ্বসিত ৩০ নারী পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ