‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা। বুধবার দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেয় আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুলেরঅষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিদ্যালয়ের নিজস্ব আইসিটিডি কম্পিউটার ল্যাবে আয়োজিত এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান অর্জন করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা জানান, তারা ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে নিজেরাই স্বাবলম্বী হতে চায়, পাশাপাশি অন্যদের সহায়তাও করতে চায়।
নবম শ্রেণির শিক্ষার্থী ত্বাহা বলেন,'বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আমরা আজ যেটুকু শিখেছি, তা আমাদের শিক্ষা জীবনে অনেক কাজে লাগবে। নিয়মিত এমন কর্মশালা হলে আমরা আরও দক্ষ হতে পারব।'
আরেক শিক্ষার্থী ইয়াসিন মোড়ল বলেন,'একদিনেই আমরা অনেক কিছু শিখেছি। বিশেষ করে যেভাবে সহজভাবে আমাদের শেখানো হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমরা কৃতজ্ঞ।'
কর্মশালা পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. রাহাদ তালুকদার সোহান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন, লোকসংস্কৃতি গবেষক ও লেখক সুবল বিশ্বাস, কালের কণ্ঠ মাদারীপুর জেলা প্রতিনিধি ও শুভসংঘ সভাপতি ওহিদুজ্জামান কাজল, সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আলম, কম্পিউটার ল্যাব শিক্ষক আবু জাফর এবং শুভসংঘ সদস্য দিদারসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/মুসা