ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে শাহরিয়ার আল সাদিক নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাদিক আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের হৃদয় হোসেনের ছেলে।
গ্রামবাসী জানায়, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাদিক। এ সময় খেলার সাথীরা দেখতে পেয়ে বাড়িতে ছুটে এসে খবর দেয়। তাদের কথা শুনে স্বজনরা পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শাহরিয়ার আল সাদিক মায়ের সাথে নানা বাড়িতে থাকতো। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
শিশু সাদিকের মা সাথী খাতুন জানান, ছেলে শাহরিয়ার আল সাদিক পুকুরের পানিতে ডুবে এভাবে মারা যাবে তা মানতেই পারছি না। এ বিষয়ে আমাদের কারোর উপরে কোনো অভিযোগ নেই।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ