ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, আমাদের একটাই দাবি- যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের বাইরে ভিন্ন কিছু চাপাতে চাইলে তা প্রতিহত করা হবে। সারা দেশে ধানের শীষের জোয়ার বইছে। এ জোয়ার কেউ আটকাতে পারবে না। গতকাল ৫০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব বলেন। এ সময় নবীউল্লাহ নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মধ্যে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ১৫ বছর আওয়ামী লীগের কারণে মানুষ ভোট দিতে পারেনি।
গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে।