বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার হলে সেটি অবশ্যই নির্দলীয় ও নিরপেক্ষ হতে হবে। কোনো প্রকার অপকর্মে জড়িত বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের রাখা যাবে না। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ধারণাই হলো নির্দলীয়। কেউ যদি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের রাখা যাবে না। কারণ সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা বা দলীয় পরিচয়ের লোকদের থাকার কারণ নেই।’
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে যারা নানা অপকর্মে জড়িয়েছে এবং যারা ফ্যাসিস্টদের রক্ষা করতে গিয়ে বেআইনি কাজ করেছেন, তাদের রেখে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রিজভী বলেন, ‘এরা গোপনে ছিলেন না- অনেকে প্রকাশ্যেই সহযোগিতা করেছেন। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’