চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ের যানজট নিরসনে সরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। সিটি কর্পোরেশন, সিডিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ, চালক, যাত্রী- সবার সম্মিলিত প্রয়াসে এ সমস্যা নিরসন সম্ভব।
বৃহস্পতিবার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে আয়োজিত ‘কর্ণফুলি ব্রিজ এলাকার যানজট নিরসনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সেক্রেটারি জসিম উদদীন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড মেম্বার জাহিদুল করিম কচি, ডিসি ট্রাফিক (উত্তর) নেছার আহমেদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আশরুপা হক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওন কোর্ডিনেটর সদরুল আমিন, সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশ, সড়ক ও জনপথ চট্টগ্রামের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক (ইঞ্জি.) কে এম মাহবুব কবির, সিডিএর বোর্ড মেম্বার নজরুল ইসলাম, ক্যাব সাধারণ সম্পাদক ইকবাল বাহার ছাবেরি প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন