মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় শিবির। বাংলাদেশের দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পিন বিষে নাকাল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ক্যারিবীয়রা দলীয় ৮২ রানের মাথায় হারিয়েছে ৮ উইকেট।
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার একাই গুঁড়িয়ে দেন নাসুম আহমেদ। সফরকারীদের প্রথম তিনটি উইকেট তুলে নিয়ে ক্যারিবীয় শিবিরে কাঁপন ধরিয়ে দেন নাসুম। এরপর তানভীর ইসলাম ও রিশাদ হোসেইন তুলে নেন আরও ৫টি উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ২৬ ওভার শেষে ৮ উইকেটে ৮৪ রান সংগ্রহ।
সিরিজ জয়ের লক্ষ্যে দেখে-শোনে খেলেন দুই ক্যারিবীয় ওপেনার। জুটি ভাঙতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম।
নিজের পরের ওভারে ফিরে আবারো উইকেটের দেখা পান নাসুম। বাঁহাতি এই স্পিনারের এবারের শিকার আকিম অগাস্টে। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।
খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করছিলেন ব্রেন্ডন কিং। থিতু হওয়ার আগেই এই ওপেনারকেও ফেরান নাসুম। ১৭ বলে ১৮ রান করে বোল্ড হয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ শাই হোপ। গত ম্যাচে তিনি একাই ম্যাচ বের করে নিয়েছিলেন। অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরিয়েছেন তানভীর ইসলাম। ১৬ বল খেলে তিনি করেছেন ৪ রান। হোপের পথেই হেঁটেছেন শারেফানে রাদারফোর্ডও। ১২ রান করা এই ব্যাটার রিশাদের বলে মিরাজের হাতে ধরা পড়েন।
এরপর ক্যারিবীয়দের আরও তিনটি উইকেট তুলে নেন তানভীর ও রিশাদ। ফলে সফরকারীদের দলীয় ৮২ রানের মাথায় ৮ উইকেট তুলে নিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত