ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়াপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, বাক ও মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী স্থানীয়ভাবে ‘পাগল’ হিসেবে পরিচিত ছিল। ২০২৩ সালের ১৩ এপ্রিল পরিবারের সদস্যরা তার শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, কিশোরীটি গর্ভবতী।
পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, একই গ্রামের ইলিয়াস শেখ তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাকপ্রতিবন্ধী মা ২০২৩ সালের ৯ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালী থানার উপপরিদর্শক শাহরিয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/আশফাক