দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার। নবনির্মিত অস্থায়ী কংক্রিটের হেলিপ্যাডে তাঁর কপ্টারটি নামতেই চাকা মাটিতে ঢুকে যায় এবং কিছুটা বেশামাল হয়ে পড়ে। অবশ্য এতে হেলিকপ্টারের কোনো ক্ষতি হয়নি। রাষ্ট্রপতিও সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী হেলিকপ্টার থেকে নেমে সড়কপথে গন্তব্যস্থল পাম্বার পথে রওনা দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পিছন দিক থেকে ঠেলে হেলিকপ্টারটিকে সামনের দিকে নিরাপদ জায়গায় নিয়ে যান। এ বিষয়ে কেরালা রাজ্যের পাথানামথিট্টা জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, মূলত রাজ্যের পাম্বা এলাকার কাছে নীলাক্কাল এলাকাতে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সিদ্ধান্ত বদলে প্রামাদামের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়। ফলে মঙ্গলবার গভীর রাতেই তড়িঘড়ি করে অস্থায়ীভাবে ওই হেলিপ্যাড তৈরি করা হয়। উল্লেখ্য, চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় কেরালা রাজ্যের তিরুবন্তপুরমে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী। পরদিন (গতকাল) সকালে রাজ্যের পাম্বা এলাকায় অবস্থিত সবরীমালায় যাওয়ার সময় প্রামাদাম নামক জায়গায় রাজীব গান্ধী স্টেডিয়ামে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটির অবতরণের জন্য জরুরিভিত্তিতে গতকাল রাতে সেখানে কংক্রিটের একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়। কিন্তু কংক্রিট ভালোভাবে জমাট না বাঁধায় হেলিকপ্টারের চাকা কংক্রিটের কাঁচা অংশে ঢুকে আটকে যায়।