চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মোচন করেছে। এই ঘোষণার পরপরই গুগল ক্রোমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দর ৩ শতাংশ পর্যন্ত কমে যায়।
এক বছর আগে অনলাইন সার্চ খাতে একচেটিয়া আধিপত্যের অভিযোগে গুগলকে বেআইনি ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের আদালত। এমন সময়ে ওপেনএআই নতুন ব্রাউজার বাজারে আনায় প্রযুক্তি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে।
গতকাল মঙ্গলবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান অ্যাটলাস উন্মোচনের ঘোষণা দেন। তিনি জানান, আপাতত অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। অচিরেই উইন্ডোজ ও মোবাইল সংস্করণ চালু হবে। অল্টম্যান বলেন, “এটা শুধু শুরু। আরও অনেক কিছু যোগ করা হবে।”
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘অ্যাটলাস’-এ একটি বিশেষ ‘এজেন্ট মোড’ থাকবে, যা পেইড চ্যাটজিপিটি সাবস্ক্রাইবারদের জন্য সীমিত। এই মোডে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে সার্চ পরিচালনা করতে পারে এবং প্রয়োজনে ব্যবহারকারীর মাউস ও কীবোর্ডের নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
অল্টম্যান আরও জানান, “এই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে আগেভাগে তথ্য সংগ্রহ করবে, ইন্টারনেট থেকে প্রাসঙ্গিক উপাত্ত খুঁজে এনে তা একত্র করবে।”
ওপেনএআইয়ের এই নতুন উদ্যোগ ক্রোমকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মঙ্গলবারের ঘোষণার আগে প্রতিষ্ঠানটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও নতুন পণ্য উন্মোচনের খবর দেয়। এর মধ্যে রয়েছে এনভিডিয়ার সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং টিকটকের প্রতিদ্বন্দ্বী এআই কনটেন্ট অ্যাপ ‘সোরা ২’-এর উদ্বোধন।
বর্তমানে গুগল ক্রোমে জেমিনি এআই যুক্ত করার কাজ চলছে। অন্যদিকে মাইক্রোসফটও এজ ব্রাউজারে এআই ফিচার সংযোজন করেছে। এছাড়া পারপ্লেক্সিটি ও কমেটের মতো একাধিক এআই স্টার্টআপও এই বাজারে প্রবেশ করেছে।
ওপেনএআই আশা করছে, ব্যবহারকারীরা ক্রোম, সাফারি কিংবা এজ ছেড়ে তাদের প্ল্যাটফর্মে আসবে। অ্যাটলাসের ডাউনলোড পেজে লেখা আছে, “চ্যাটজিপিটিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করুন এবং ৭ দিনের জন্য বুস্টেড লিমিট পান।”
বর্তমানে চ্যাটজিপিটির সক্রিয় সাপ্তাহিক ব্যবহারকারী প্রায় ৮০ কোটি। তাদের আকৃষ্ট করতে ওপেনএআই ইতিমধ্যে ই-কমার্স সাইট ইটসি ও শপিফাই এবং বুকিং সার্ভিস এক্সপিডিয়া ও বুকিং ডটকমের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে।
সূত্র: দ্য ভার্জ, রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক