টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি (টিআইএসআই) এবং জাপানের টাউনলাইফ কোম্পানির মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টিআইএসআই-এর কনফারেন্স রুমে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে টিআইএসআই-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং টাউনলাইফ কোম্পানি জাপানের পরিচালক মি. তোমিজাওয়া কাজুনোরি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ খায়রুল ইসলাম, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, সেক্টর প্রধান নিগার সুলতানা, অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের পরিচালক, অধ্যক্ষবৃন্দ, টিএমএসএস ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চুক্তি বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। এছাড়াও যৌথভাবে প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়ন হবে। চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি, শিক্ষা ও কর্মসংস্থান ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ লাভ করবে।
চুক্তি স্বাক্ষর শেষে টাউনলাইফ-টিআইএসআই জাপানীজ ভাষা এবং স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। এরপর প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া এবং টাউনলাইফ কোম্পানী জাপান এর পরিচালক মি. তোমিজাওয়া কাজুনোরি টিএমএসএস বিভিন্ন পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ