বগুড়ার শহরের ফুলবাড়ি এলাকায় খুন হওয়া অটোরিকশা চালক শাকিল মিয়ার পরিবারকে সহায়তা দিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী মালেকা খাতুনসহ পরিবারের সদস্যদের ডেকে অটোরিকশার তিনটি ব্যাটারি ও চার্জারে ব্যবহৃত উপকরণ হস্তান্তর করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, নিহত শাকিল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর গোটা পরিবার দিশেহারা এবং অটোরিকশা অকেজো অবস্থায় ছিল। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন একদল সন্ত্রাসী বাড়ি থেকে শাকিলকে তুলে নিয়ে যায়। সদর উপজেলার ফুলবাড়ি মৃধাপাড়া এলাকার করতোয়া নদীর পাড়ে তার ওপর অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। তাদের মারধরে নিহত হন শাকিল।
বিডিপ্রতিদিন/কবিরুল