শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রানে থামে রশিদ-নবীরা। টাইগারদের জয়ের জন্য দরকার ১৫২ রান।
শারজায় টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। দারুণ বোলিংয়ে শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ নবি। অভিজ্ঞ এই ব্যাটারের ঝোড়ো ইনিংসে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।