সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের ঠিক একদিন আগে তিনি এই ঘোষণা দিলেন।
ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি পরিকল্পনা করছি। তারা এগুলো কিনতে চায়। তারা আমাদের খুব ভালো মিত্র। তার এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রনীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণে ট্রাম্প প্রশাসন চাপ বাড়িয়ে আসছে। বলা হচ্ছে, এফ-৩৫ বিক্রি সেই কূটনৈতিক প্রচেষ্টারই অংশ। যদিও সৌদি নেতৃত্ব বারবার জানিয়েছে, তারা এখনো আরব শান্তি উদ্যোগের অবস্থানেই অটল। অর্থাৎ টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলকে স্বীকৃতি নয়।
অন্যদিকে, সৌদিকে এফ-৩৫ দেওয়া হলে ইসরায়েলের ‘গুণগত সামরিক সুবিধা’ যা মার্কিন আইনে সুরক্ষিত—তা ক্ষুণ্ন হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন কিছু ইসরায়েলি কর্মকর্তা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল