বিশ্বকাপ বাছাই পর্বে আজারবাইজানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় দিয়ে শেষ করেছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-০ ব্যবধানের জয়ে চূড়ান্ত পর্বে খেলার নিশ্চিত হওয়ায় রবিবার দ্বিতীয় সারির দল নামান কোচ দিদিয়ে দেশম।
এই ম্যাচে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের মতো তারকারা অনুপস্থিত থাকলেও জ্যঁ ফিলিপ মাতেতা এবং উগো একিটিকে আক্রমণভাগে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। মাতেতা এবং আকলিউচে জালে গোল করেন, আর বাকি একটি গোল আসে আজারবাইজান গোলরক্ষকের আত্মঘাতী থেকে।
দেশম ম্যাচ শেষে বলেন, 'আমরা গড়ে ম্যাচপ্রতি দুইয়ের বেশি গোল করছি, যা খুবই ভালো। মাতেতা ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার শুরু করে মাঠে নেমে চমৎকার হেড গোল করেছেন। এটি তার জন্য এবং দলের জন্য দারুণ।'
তিনি আরও যোগ করেন, 'একিটিকও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। গতিময় এই তরুণ খেলোয়াড় মাঠজুড়ে তার গতি ও স্ট্যামিনা দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে সক্ষম। সামনের দিনগুলোতে আক্রমণে তারা আরও দুজন বিকল্প হিসেবে আমাদের পরিকল্পনায় থাকবে।'
ফ্রান্স ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করেছে।
বিডি প্রতিদিন/মুসা