স্পেনের দুর্বার ছুটে চলা থামছেই না। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জয়ে তারা অক্ষত রেখেছে নিজেদের জাল, করেছে ১৯ গোল। এতে প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট।
গত শনিবার জর্জিয়াকে বাইরে খেলতে গিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব দেখায় লুইস দে লা ফুয়েন্তের দল। এর মাধ্যমে তারা পেছনে ফেলেছে ভিসেন্তে দেল বস্কের অধীনে ২০১০–১৩ সালে গড়া স্পেনের ২৯ ম্যাচের পূর্ববর্তী রেকর্ড।
এই অর্জনের পেছনে রয়েছে গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাত ম্যাচের সবকটিতেই জয়ের সাফল্যও।
ইউরোপীয় বাছাইয়ের ‘ই’ গ্রুপে স্পেন ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের পয়েন্ট ১২। মঙ্গলবার ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে জয় বা ড্র, এমনকি ৭ গোলের কম ব্যবধানে হারলেও স্পেন সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। প্রথম লেগে তুরস্ককে ৬-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
সেভিয়ায় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, ফেভারিট ট্যাগ নিয়ে বাড়তি চাপ থাকলেও তারা মনোযোগ রাখছে মাঠের কাজে।
তিনি বলেন, 'সাফল্য মানে হলো জয়ের জন্য লড়াই করার সুযোগ পাওয়া। জয়-পরাজয়ের ব্যবধান খুবই ক্ষীণ। বিশ্বকাপে পরিষ্কার কোনো ফেভারিট থাকে না। তবে হ্যাঁ, এখন স্পেনকে ফেভারিটদের তালিকায় রাখা হয়।'
তুরস্কের বিপক্ষে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার প্রশ্নও উড়িয়ে দেন স্পেন কোচ। তিনি বলেন, 'আমরা এই ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মর্যাদার প্রশ্নে, নিজেদের সক্ষমতা দেখানোর জন্য। আমরা বিশ্বের এক নম্বরে থাকতে চাই।'
বিডি প্রতিদিন/মুসা