বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য আজব সব প্রলাপ বকছে। উপ-প্রধানমন্ত্রীর পদ না দিলে তারা নির্বাচন করবে না—তাদের এমন কথা শুনে মানুষ হাসছে। তারা মুখে এক বলে, কাজে আরেকটা করে।
শনিবার শার্শার বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তৃপ্তি আরও বলেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে, বেকারদের দেয়া হবে বেকারভাতা। মা-বোনদের সহজ শর্তে ঋণ ও নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন— স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, আব্দার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস আহাদ, নাসিরুদ্দিন, আতাউর রহমান আতা, মফিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল