ধানের শীষে ভোট চেয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেতুলিয়া বাজারে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচি ও গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কাজী আলাউদ্দিন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটি দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা।
এ সময় উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক তুহিনুল্লাহ তুহিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুকু এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী। তারা বলেন, বিএনপির ৩১ দফা দেশের অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সহায়ক হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল