আইপিএলের দল রাজস্থান রায়্যালস আবারও পরিচিত এক মুখকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনছে। ২০২১ থেকে ২০২৪—টানা চার মৌসুম যিনি রাজস্থানের কৌশল, টিম কালচার ও প্রতিযোগিতায় ধারাবাহিকতা গড়ে তুলেছিলেন, সেই কুমার সাঙ্গাকারাই আইপিএল ২০২৬–কে সামনে রেখে আবারও হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আগের মতোই তিনি ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করবেন।
গত মৌসুমে রাহুল দ্রাবিড়ের অধীনে খেললেও রায়্যালস এবার আবার ফিরে গেছে সেই নেতৃত্বে, যাকে তারা সবচেয়ে স্থিতিশীল ও কার্যকর মনে করে। সাঙ্গাকারার অধীনে দল খেলেছিল ২০২২ সালের ফাইনাল। আর ২০২৪ মৌসুমে উঠেছিল প্লে–অফে। তরুণদের আত্মবিশ্বাস বাড়ানো, ট্যাকটিক্যাল চিন্তা ও দলীয় সংস্কৃতি—এসব জায়গায় তাঁর প্রভাব দলকে সবসময় এগিয়ে রেখেছে।
ফ্র্যাঞ্চাইজির লিড ওনার মনোজ বাদালে বলেন, “দলের বর্তমান অবস্থায় যে অভিজ্ঞতা, নেতৃত্ব ও রায়্যালস–সংস্কৃতির গভীর বোঝাপড়া প্রয়োজন—সাঙ্গাকারার মতো উপযুক্ত কেউ নেই। তাঁর শান্ত স্বভাব, পরিষ্কার চিন্তাভাবনা ও ক্রিকেট বুদ্ধি আমাদের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবে।”
কোচিং প্যানেলেও এসেছে কিছু পরিবর্তন। বিক্রম রাঠোরকে উন্নীত করা হয়েছে লিড অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। বোলিং বিভাগে দায়িত্ব চালিয়ে যাবেন শেন বন্ড। আগের মতোই থাকছেন সহকারী কোচ ট্রেভর পেনি ও পারফরম্যান্স কোচ সিদ লাহিড়ি।
বিডি প্রতিদিন/আশিক