বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে পালিত হয়েছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী।
সোমবার ভোর থেকেই ভাসানীর মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে যায় মাজার। ভক্ত–মুরিদান ও সর্বস্তরের মানুষের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মাজার এলাকার আশপাশে বসে নানা পসরা।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, ন্যাপ ভাসানী, ভাসানী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলের নেতারা মাজারে শ্রদ্ধা জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী জামায়াত, কৃষক শ্রমিক জনতা লীগসহ আরও বেশ কয়েকটি দলও শ্রদ্ধা জানাবে বলে জানানো হয়।
কয়েক দিন আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে ভাসানীর ভক্ত-মুরিদানরা সন্তোষে আসতে শুরু করেন।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। পরে তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন