দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। ইরান ৫৬-১১ পয়েন্টে পোলান্ডকে হারায়। প্রথমার্ধে বেশ লড়াই করতে হয় বাংলাদেশকে। কোচ আরদুজ্জামান বলেন, ‘উগান্ডা আমাদের চেয়ে শারীরিকভাবে ও শক্তির দিক দিয়ে এগিয়ে আছে। এ কারণেই প্রথম দিকে ওদের খেলাটা বুঝতে চেয়েছি। আমাদের গুছিয়ে উঠতেও কিছুটা সময় লেগেছে। শুরুর দিকে চাপে থাকলেও পরে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি আমরা।’ ম্যাচসেরার পুরস্কার পাওয়া স্মৃতি আক্তার বলেন, ‘আমরা প্রথম ম্যাচে জয় পেয়েছি, খুবই ভালো লাগছে। পরের গুলোও জিতব ইনশাআল্লাহ। সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দিব।’ পুরো ম্যাচেই স্মৃতি আক্তার ছিলেন উজ্জ্বল। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। বাংলাদেশ আজ বিকাল ৫টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মেয়েদের মুখোমুখি হবে।
গতকাল বিকালে নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাবাডি আমাদের কাছে একটি খেলার চেয়েও বেশি কিছু। এটি আমাদের সাহস, আমাদের ঐতিহ্য এবং আমাদের জাতীয় চেতনার প্রতীক।’ উদ্বোধনী অনুষ্ঠানে নাচে-গানে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন শিল্পীরা।