ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাব্বি (২২) নামে এক যুবক। সোমবার রাত ৭টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুলাহপুর কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি পিরোজপুরের কাউখালি উপজেলার ৩ নম্বর দাসের কাঠি ইউনিয়নের দাসের কাঠি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। তিনি আব্দুলাহপুর কান্দাপাড়ায় ওসমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রাব্বির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
বিডি প্রতিদিন/এএম