বলিউড অভিনেতা সালমান খান ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন নেটিজেনরা। সম্প্রতি কাতারের দোহায় ‘দাবাং ট্যুর’-এর একটি যৌথ নাচের ভিডিও ভাইরাল হতেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ওই ভিডিওতে সালমান-তামান্নাকে ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায়। সালমানের রোমান্টিক অঙ্গভঙ্গিকেই মূলত ‘তিরবিদ্ধ’ করা হচ্ছে। সেই ক্লিপটি নিয়ে রেডিটেও একটি থ্রেড ভাইরাল হয়। সেখানে অনেকে মন্তব্য করেছেন, ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো-ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’ ইত্যাদি।
সব মিলিয়ে সালমান-তামান্নার ভিডিওটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, যার বেশির ভাগই নেতিবাচক প্রতিক্রিয়া।
এই ট্যুরে আরও আছেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল।
বিডি প্রতিদিন/কেএইচটি