মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার দেশ ছাড়েন তিনি। সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশা সালমানের নির্দেশে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রিন্স সালমানের এ সফরে যুক্তরাষ্ট্র ও সৌদির মধ্যে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচার বিষয়ে আলোচনা হতে পারে। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে—সৌদি এফ-৩৫ চাইলে আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।
বিশ্লেষকদের মতে, এ সফরে তিনটি বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে—এফ-৩৫ বিমান চুক্তি, নিরাপত্তা সহযোগিতা এবং রিয়াদ–তেল আভিভের সম্ভাব্য সম্পর্ক স্থাপন।
আগের এক ফোনালাপে ট্রাম্প প্রিন্স সালমানকে বলেন, গাজার যুদ্ধ শেষ হওয়ায় এখন সৌদি চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। ট্রাম্প প্রকাশ্যে আশা প্রকাশ করেছেন, দুই দেশ শিগগিরই আনুষ্ঠানিক সম্পর্ক গড়বে।
ইসরায়েল সরাসরি সৌদির কাছে যুদ্ধবিমান বিক্রির বিরোধী নয়। তবে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে—সৌদির কাছে এফ-৩৫ বিক্রি হলে তা অবশ্যই দুই দেশের কূটনৈতিক সমঝোতার সঙ্গে যুক্ত থাকতে হবে।
অন্যদিকে, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তির আওতায় এফ-৩৫ কেনার অনুমোদন পেলেও নিরাপত্তা শর্তের কারণে এখনো সেই চুক্তি চূড়ান্ত হয়নি। মধ্যপ্রাচ্যে বর্তমানে শুধু ইসরায়েলের কাছেই এফ-৩৫ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল