নওগাঁর মান্দায় বিএনপি’র উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, মান্দা উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল মতিন, আবদুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
পথসভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল