এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে সূর্যকুমার যাদবের দল।
টস হেরে ভারত ব্যাটিংয়ে নামার পর প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান দেয় বাংলাদেশের বোলাররা। কিন্তু পরে ভারতীয় ব্যাটারদের কাছে টাইগার বোলাররা পাত্তাই পায়নি। প্রথম তিন ওভারে ১৭ রান তোলা ভারত পাওয়ার প্লে শেষে রান করেছে কোনো উইকেট না হারিয়ে ৭২। অর্থাৎ, শেষ তিন ওভারে ৫৫ রান নিয়েছন অভিষেক-গিল।
তবে পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে আক্রমণে এসে ব্রেক থ্রু এনে দেন রিশাদ। আউট করেন শুবমান গিলকে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।
তবে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা। দুর্দান্ত খেলতে থাকা অভিষেক শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেছেন এই ওপেনার।
এর কয়েক বল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।
হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিডি প্রতিদিন/এমআই