জাতীয় সামার অ্যাথলেটিকস শেষ হয়েছে নাটকীয়তার মধ্য দিয়ে। গতকাল শেষ দিকে ২০০ মিটার স্প্রিন্ট ছিল মূল আকর্ষণ। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানের দিকেই সবার নজর ছিল। তবে তিনি দৌড়টাই শেষ করতে পারেননি। ইমরানুর ট্র্যাক থেকে ছিটকে যাওয়ার পর সেরা হয়েছেন সেনাবাহিনীর তারেক রহমান। তিনি ২২.০৪ সেকেন্ড টাইমিং করেছেন। একই সংস্থার আবদুল মোতালেব ২২.১৩ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় এবং বিমানবাহিনীর নাঈম ইসলাম ২২.২৭ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের মতো ২০০ মিটারেও শ্রেষ্ঠত্ব হারিয়েছেন শিরিন আক্তার। তিনি সেনাবাহিনীর শরীফা খাতুনের কাছে হেরে গেছেন। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ২৫.২৪ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন শরীফা। ২৫.২৭ সেকেন্ড টাইমিং করে শিরিন আক্তার দ্বিতীয় এবং ২৫.৮৭ সেকেন্ড টাইমিং করে সুমাইয়া আক্তার তৃতীয় হয়েছেন। শিরিনকে হারানোর পর শরীফা বলেন, ‘সুমাইয়া যখন প্রথম হয়েছে তখন আমিও আত্মবিশ্বাসী হয়েছিলাম যে, আমিও পারব শিরিন আপুকে হারাতে।’ ১০০ মিটার স্প্রিন্টে নাটকীয়তার মধ্য দিয়েই শিরিনকে হারিয়ে সেরা হয়েছিলেন সুমাইয়া। এবার ২০০ মিটারে শরীফার কাছে পরাজিত হলেন শিরিন।