সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর মধ্যপাড়ায় ভিক্ষুক মোছা. সালেয়া বেগমের ঘর থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর একই ঘর থেকে উদ্ধার করা হয়েছিল বিভিন্ন অঙ্কের নোট, কয়েনসহ ছোট-বড় দুই বস্তা টাকা।
শনিবার সকালে উদ্ধার করা নতুন বস্তার টাকা গুণে দেখা যায়, মোট ৪৭ হাজার ৮২৬ টাকা রয়েছে। এর ফলে দুই দফায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৭৪ হাজার ৭৯ টাকা ।
স্থানীয় কাউন্সিলর শিপু আহমেদ জানান, প্রায় ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। মাছুমপুর বাড়ি হলেও তিনি রায়পুর এলাকায় সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিক ইউনিয়নের পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। তিনি মিতব্যয়ী ছিলেন এবং নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতেন না। প্রায় ৫–৭ দিন আগে তিনি কাউন্সিলরকে জানান, তার কাছে কিছু টাকা আছে। তার তথ্যমতে ৯ অক্টোবর ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে দুই বস্তা সমপরিমাণ টাকা উদ্ধার করা হয়। এরপর আবার শনিবার তার বসবাস করা ওই ঘর ও বারান্দার নিচে তল্লাশি চালিয়ে আরও এক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।
সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন জানান, ৯ তারিখে দুই বস্তা টাকা পাওয়া গিয়েছিল। শনিবার আবার বারান্দার নিচে খোঁজাখুঁজি করে টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করা হবে।
তার জামাতা মো. শহিদুল ইসলাম বলেন, শাশুড়ি আমাদের সঙ্গে থাকতেন না। তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার কথা বললে কোনো উত্তর দিতেন না। আজ এলাকাবাসী ও স্থানীয় কমিশনার বারান্দার নিচের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও এক বস্তা সমপরিমাণ টাকা উদ্ধার করেছেন। গুণে দেখা গেছে ৪৭ হাজার ৮২৬ টাকা।
বিডিপ্রতিদিন/কবিরুল